কম্পিউটারকে মানবিক গুণ শেখাবেন মিশরীয় মার্কিন কম্পিউটার বিজ্ঞানী

৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:৪৪  
কম্পিউটার প্রযুক্তি এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিনিয়ত ডেটা সংরক্ষণ, তা কাজে লাগিয়ে সহায়তা করা, অনুবাদ এমনকি যন্ত্রপাতি চালনাতেও কাজ করছে কম্পিউটার। তবে বুদ্ধিবৃত্তিক এই কাজগুলো করলেও কম্পিউটারের কোনো মানবিক গুণ নেই। তাই কম্পিউটারকে এবার মানবিক গুণের শিক্ষা দেবেন একজন মিশরীয় বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রানা এল কালিউবি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি করার সময় তিনি ‘অ্যাফেক্টিভা’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ এই বিজ্ঞানী জানান, তিনি কম্পিউটারকে মানুষের আবেগ অনুভূতি বোঝাতে চান, শেখাতে চান। তিনি মনে করেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ‘সহানুভূতি সঙ্কট’ তৈরি হয়েছে। তাই কম্পিউটারকে এখন মানবিক করাই তার প্রধান লক্ষ্য।